শনিবার , ১২ এপ্রিল ২০২৫
Saturday , 12 April 2025
১২ শাওয়াল ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৩২, ১৫ অক্টোবর ২০২৪

দুই বাসের সংঘর্ষে প্রাণ গেলো ৫ জনের

দুই বাসের সংঘর্ষে প্রাণ গেলো ৫ জনের
ছবি: সংগৃহীত

ফরিদপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। তাদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে ফরিদপুর সদর উপজেলার মল্লিকপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মারুফ হোসেন জানান, ঢাকার আব্দুল্লাহপুর থেকে ঝিনাইদহগামী গ্রিন এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি পরিবহন নামে অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি এ সংঘর্ষ হয়। নিহতরা সবাই খাগড়াছড়ি পরিবহনের যাত্রী।
করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে।’

সর্বশেষ

জনপ্রিয়