ঐক্যবদ্ধ না হলে পরাশক্তিরা মাথায় কাঁঠাল ভেঙে খাবে: আজহারী

দেশের কল্যাণে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ায় আয়োজিত স্মরণকালের বৃহৎ তাফসিরুল কোরআন মাহফিলে তিনি বলেন, "জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। কিছুদিন আগে ড. ইউনূসও সমস্ত দলকে ঐক্যের ডাক দিয়েছেন। আমাদের নিজেদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজনে অন্য ধর্মের সঙ্গেও ঐক্য গড়ে তুলতে হবে।"
তিনি আরো বলেন, "নিজেদের মধ্যে বিভেদ, মনোমালিন্য বা একে অপরকে কাফের ফতোয়া দিয়ে সময় নষ্ট করা যাবে না। বিচ্ছিন্ন হলে আমাদের শক্তি কমে যাবে। ঐক্যবদ্ধ না হলে পরাশক্তিরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে।"
মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে পেকুয়ার সাবেকগুলদীর মাঠে আয়োজিত মাহফিলে রাত সাড়ে ৯টায় মঞ্চে উঠে রাত ১১টা পর্যন্ত বয়ান করেন আজহারী। মাহফিলস্থলে তার আগমনের খবরে সকাল থেকেই মানুষের ঢল নামে।
আজহারীর বক্তব্যের আগে ভিডিও প্রজেক্টরে যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ।
মাহফিলে লাখো মানুষের উপস্থিতি লক্ষ করা যায়। অতিরিক্ত ভিড়ের কারণে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত হয়। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা জানান, মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আয়োজক কমিটি কঠোর ভূমিকা পালন করে।