শনিবার , ১২ এপ্রিল ২০২৫
Saturday , 12 April 2025
১২ শাওয়াল ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৯, ১৩ জুলাই ২০২৪

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের সুযোগ পেলেন শিক্ষকদের প্রতিনিধি দল

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের সুযোগ পেলেন শিক্ষকদের প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেছেন আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দল। 

শনিবার (১৩ জুলাই) বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় এই বৈঠক শুরু হয়েছে। 

বৈঠকে আরও উপস্থিত আছেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা। 

এছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরীও বৈঠকে উপস্থিত আছেন।

গত ৪ জুলাই এ বৈঠক হওয়ার কথা থাকলেও ওবায়দুল কাদের রাষ্ট্রীয় কাজে ব্যস্ততা থাকায় তা সম্ভব হয়নি। আজ শিক্ষকদের ১২ সদস্যের প্রতিনিধি দল ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের সুযোগ পেলেন।

সর্বশেষ

জনপ্রিয়