পাকিস্তানে ইমরানের ২৫ সমর্থকের জেল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের ২৫ জন সমর্থককে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বছর ইমরানকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেওয়াদের মধ্যে ওই ২৫ ব্যক্তিও ছিলেন। দেশটির সেনাবাহিনীর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ২৫ পিটিআই সমর্থককে দোষী সাব্যস্ত করেছে সামরিক আদালত। দুই থেকে দশ বছর মেয়াদে তাদের সাজা দেওয়া হয়েছে। তবে অধিকাংশ ব্যক্তির ১০ বছরের বেশি কারাদণ্ড হয়েছে। ১৪ জনকে ১০ বছরের বেশি ও ১১ জনকে এর চেয়ে কম মেয়াদের কারদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
সামরিক বাহিনীর বিবৃতিতে তাদের অপরাধের বিষয়ে স্পষ্ট করে জানানো হয়নি। তবে অপরাধ সংগঠিত হওয়ার সময় তাদের অবস্থানের তালিকা দেওয়া হয়েছে। ওই ব্যক্তিরা ২০২৩ সালের মে মাসে বিক্ষোভের সময় সেনাবাহিনীর স্থাপনায় হামলা চালিয়েছিলেন। এমনকি এক জেনারেলের বাড়িতে অগ্নিসংযোগ করেছিলেন।
গত বছরের ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর সারা দেশে ব্যাপক সহিংসতা হয়। ইমরানের সমর্থকেরা পাকিস্তানের সেনা ক্যাম্পেও হামলা চালিয়েছিল। ওই সহিংস ঘটনার জেরে ইমরান ও তাঁর দল পিটিআইয়ের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়। গ্রেপ্তার করা হয় হাজার হাজার নেতাকর্মীকে।
২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ইমরান খান। এরপর থেকেই একের পর এক সংকটে পড়ছেন ৭১ বছর বয়সী এই রাজনীতিবিদ। গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন তিনি। ক্ষমতায় থাকার সময় সরকারি কোষাগার থেকে না জানিয়ে উপহার বিক্রি, সহিংসতায় রাষ্ট্রীয় সম্পদ নষ্টের অপরাধসহ একাধিক মামলা হয় তার বিরুদ্ধে।