শনিবার , ১৯ এপ্রিল ২০২৫
Saturday , 19 April 2025
১৯ শাওয়াল ১৪৪৬

প্রকাশিত: ০০:১৫, ১৫ আগস্ট ২০২৪

বঙ্গবন্ধু কন্যা

বঙ্গবন্ধু কন্যা
বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশের বার বার নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপুর্বক পদত্যাগ ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে ম্যানচেস্টার সিটি আওয়ামীলীগের উদ্যোগে এক প্রতিবা সভার আয়োজন করা হয় স্থানীয় সলফোর্ড লিংক প্রজেক্ট। সংগঠনের সভাপতি ওয়েস আহমদ কামালির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জাফর আহমরে পরিচালনায় বক্তব্য রাখেন আব্দুল হান্নান,গনি চৌধুরী, উবায়দুর রহমান,তুলশী ভৌমিক,সামছু মিয়া,হোসেন আহম ও সমুজ ইকবাল প্রমুখ। সভায় বক্তারা বলেন বাংলােেশ আওয়ামীলীগ ও সংখালগুদের বাড়ি ঘরে আগুন, ধন সম্প লুন্ঠন, নারীরে উপর হামলা বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত ধানমন্ডি ৩২নম্বরে অগ্নিসংযোগ ও সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার তিব্র নিন্ধা ও প্রতিবা জানান তারা। অভিলম্বে এইসব বন্ধ করতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে আহব্বান জানান তারা।

সর্বশেষ

জনপ্রিয়