শুক্রবার , ০৪ এপ্রিল ২০২৫
Friday , 04 April 2025
০৫ শাওয়াল ১৪৪৬

প্রকাশিত: ১৪:৩৬, ৩ মার্চ ২০২৫

ইতালিতে বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির ইফতার মাহফিল

ইতালিতে বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির ইফতার মাহফিল

ইতালিতে বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির ইফতার মাহফিল

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও রোজাদারদের সম্মানে দোয়া ইফতার মাহফিলের আয়োজন করেছে ইতালি প্রবাসী নোয়াখালী ব্যবসায়ীদের নিয়ে গঠিত বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি ইতালি।

 

রোববার রাজধানী রোমের প্রেনেস্তিনা মক্কি মসজিদে এই ইফতার দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি আনোয়ারুল আজিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল হক টিপু, সিনিয়র সহ সভাপতি সুমন মিয়া সাংগঠনিক সম্পাদক সোহেল রানার আমন্ত্রণে  ইফতার মাহফিলে প্রায় পাঁচ শতাদিক ধর্মপ্রাণ রোজাদার মুসল্লি অংশগ্রহন করেন।

 

ইফতার পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত, বয়ান পেশ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা এবং গাঁজায় অসহায় ফিলিস্তিনিদের জন্যে বিশেষ দোয়া মোনাজাত করেন মসজিদে মক্কির ইমাম খতিব মাওলানা আব্দুররহমান।

 

সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেন। তারা সংগঠন অন্যান্য কার্যক্রমের সাথে ইসলামিক কর্মকান্ড করে সমাজকে সুস্থধারায় পরিচালিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।এবং আগামী দিনে দেশের উন্নয়নেও কাজ করে যাবেন বলে আশ্বস্ত করেন।

 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল আবসার, স্থায়ী কমিটির প্রধান আব্দুল ওহাব, নং সম্মানিত সদস্য সোহেল চৌধুরী, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আলাউদ্দিন শিমুলসহ সংগঠনের কার্যকরী পরিষদ, উপদেষ্টা পরিষদ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ ইতালীস্থ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক, ব্যবসায়ীক,‌সাংবাদিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ।

 

বক্তারা নোয়াখালীর সকল গতিশীল কর্মকান্ডে সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন এবং কমিউনিটির উন্নয়নে বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি যেভাবে এগিয়ে যাচ্ছে আগামীতেও সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সহযোগিতায় কাজ করে যাবে বলে আশা ব্যক্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়