শুক্রবার , ০৪ এপ্রিল ২০২৫
Friday , 04 April 2025
০৫ শাওয়াল ১৪৪৬

মিনহাজ হোসেন -বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৪, ১৭ মার্চ ২০২৫

আপডেট: ১৫:১০, ১৭ মার্চ ২০২৫

রোমে মহিলা সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

রোমে মহিলা সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

রোমে মহিলা সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল


পবিত্র রমজান মাসে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে মহিলা সংস্থা ইতালির উদ্যোগে ইফতার মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি নারী নেতৃবৃন্দসহ শতাধিক অংশগ্রহণকারী একত্রিত হন।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দা মাসুদা আক্তার। সাধারণ সম্পাদক রওশনারা মুন্নির সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমের বিভিন্ন নারী সংগঠনের শীর্ষ নেতৃত্ব। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নয়না আহমেদ, সৈয়দা শামীমা জামান, মনোয়ারা বেগম বেবি, উম্মেহানি প্রিন্স, শামীমা আক্তার পপি, আখি সীমা কাউসার ও মৌসুমী মৃধা।  

অনুষ্ঠানে বক্তারা প্রবাসে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা, নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও পরিচয় জাগ্রত করতে নারীদের ভূমিকার ওপর আলোকপাত করেন। এ সময় সংগঠনের সভাপতি সৈয়দা মাসুদা আক্তার সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশে ঘটে যাওয়া আছিয়া ধর্ষণকারীদের অনতি বিলম্বে ফাঁসি দেওয়ার জোর দাবি করেন।

ইফতার শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে ইতালিসহ বিশ্বজুড়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, দেশের শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়

সর্বশেষ

জনপ্রিয়