রোববার , ২০ এপ্রিল ২০২৫
Sunday , 20 April 2025
২১ শাওয়াল ১৪৪৬

চৌধুরী মুরাদ

প্রকাশিত: ২১:২৮, ১৭ এপ্রিল ২০২৫

১৭ জুন লন্ডনে ৮৫ এসএসসির মিলন মেলা 

১৭ জুন লন্ডনে ৮৫ এসএসসির মিলন মেলা 

১৭ জুন লন্ডনে ৮৫ এসএসসির মিলন মেলা 

যুক্তরাজ্যে অবস্থানরত ‘৮৫ এসএসসি ব‍্যাচ শিক্ষার্থী বন্ধুদের নিয়ে এক মিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৭ জুন পূর্বলন্ডনের ইম্প্রেশন ইভেন্টস হলে ক্লাব ৮৫ ইউকের উদ্যোগে এ মিলনমেলা অনুষ্ঠিত হবে বলে এক মতবিনিময় সভায় জানান এর আয়োজকরা।

সোমবার পূর্বলন্ডনের স্টেপনীগ্রীনের গ্রান্ট রসাইয়ে মেলা কমিটির আহ্বায়ক  এমদাদ আহমদ এমদাদের সভাপতিত্বে ও , সদস্য সচিব আজমল হুসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ক্লাবের ট্রেজারার  রুশী রহমানের  মাধ্যমে নাম রেজিস্ট্রেশনের করে মেলায় অংশ গ্রহণে ৮৫ ব্যাচের সকলের প্রতি আহব্বান জানানো হয়।
এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহীন মোস্তফা,সুবীন খান, সৈয়দ ফিরুজ গনি,মোহাম্মদ শাহজাহান, এনাম মাহমুদ ,সাদিকা সিদ্দিকী যুথী,রফিক হায়দার ,সাফকাত সৈয়দ ,নিশাত ফারজানা,হাপী আহমেদ ,শহীদ আহমেদ ,মোহাম্মদ আলী বাবু ও আরো অনেকে

সর্বশেষ

জনপ্রিয়