৭ ইউনিটের চেষ্টায় কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন। আজ বুধবার বেলা ৫টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান ইনডিপেনডেন্ট ডিজিটালকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৩