শনিবার , ১২ এপ্রিল ২০২৫
Saturday , 12 April 2025
১২ শাওয়াল ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৩, ১৮ ডিসেম্বর ২০২৪

৭ ইউনিটের চেষ্টায় কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

৭ ইউনিটের চেষ্টায় কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন। আজ বুধবার বেলা ৫টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

জানা যায়, বিকেল ৪টার দিকে বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোয় ছড়িয়ে পড়ে। বস্তির সরু রাস্তা এবং ঘরগুলো কাচা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কীভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেননি রাকিবুল হাসান। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানা যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়