শুক্রবার , ০৪ এপ্রিল ২০২৫
Friday , 04 April 2025
০৫ শাওয়াল ১৪৪৬

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১২:৫৫, ২৭ মার্চ ২০২৫

আপডেট: ১২:৫৬, ২৭ মার্চ ২০২৫

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে নামাজে ইমামতি করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ ঘটনার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে।

বুধবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের পর মাগরিবের নামাজে ইমামতি করেন সেনাপ্রধান। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ইমামের পেছনে চেয়ারে বসে নামাজ আদায় করতে দেখা যায়। 

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক ও বিশিষ্টজনরা অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও অংশ নেন।

স্বাধীনতা দিবসের এই আয়োজনে বঙ্গভবনের পরিবেশ ছিল উৎসবমুখর। সংবর্ধনা অনুষ্ঠানে দেশের জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং স্বাধীনতার মূল্যায়ন নিয়ে আলোচনা হয়। ইফতারের আয়োজনের মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করা হয়।

এ ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বলছেন, এটি সেনাপ্রধানের সরলতা ও ধর্মীয় অনুভূতির একটি প্রকাশ। কেউ কেউ এটিকে সামরিক ও বেসামরিক জীবনের একটি সুন্দর মিলন হিসেবে দেখছেন। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা বিরল বলে অনেকে মন্তব্য করেছেন। বঙ্গভবনের এই আয়োজন স্বাধীনতা দিবসকে আরও স্মরণীয় করে তুলেছে।
 

সর্বশেষ

জনপ্রিয়