শনিবার , ১২ এপ্রিল ২০২৫
Saturday , 12 April 2025
১২ শাওয়াল ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:২০, ২৪ ডিসেম্বর ২০২৪

জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে: ফখরুল

জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে: ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তোরণের একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। জনগণের শাসন স্থাপন করতে হবে। অর্থাৎ জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এ ছাড়া অন্য কোন উপায় আছে বলে আমার জানা নেই।

মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে ঠাকুরগাঁও প্রেসক্লাবে দুস্থ্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল।

আওয়ামী লীগের লোকজনের বিএনপিতে যোগদানের বিষয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপির নেতাকর্মীদের নিদের্শ দেওয়া হয়েছে আওয়ামী সন্ত্রাসী, যারা নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছে তাদের আশ্রয় বিএনপিতে নেই।

এসময় তিনি ৬০০ দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। মোট ২ হাজার কম্বল বিতরণ করবে জেলা বিএনপি। 

মির্জা ফখরুল আরও বলেন, শীতের মৌসুমে দুুস্থ্যদের জন্য সরকার কোন শীত বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেনি। তাই আমরা নিজেরই শীত বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু।

সর্বশেষ

জনপ্রিয়