আজ বিছানা না গোছানোর দিন!
ঘুম থেকে উঠে বিছানা গুছানোর অভ্যাস আমাদের জীবনে এক নিয়মিত রুটিনের অংশ। পরিপাটি বিছানা যেন আমাদের দিনের শুরুতেই এক ইতিবাচক অনুভূতি এনে দেয়। কিন্তু সবসময় কি এমন করার প্রয়োজন আছে? অনেকে মনে করেন, রাতে ঘুমানোর জন্য আবার তো সেই বিছানাই ব্যবহার করতে হবে, তাহলে গুছিয়ে সময় নষ্ট কেন!