আজ বিছানা না গোছানোর দিন!

ঘুম থেকে উঠে বিছানা গুছানোর অভ্যাস আমাদের জীবনে এক নিয়মিত রুটিনের অংশ। পরিপাটি বিছানা যেন আমাদের দিনের শুরুতেই এক ইতিবাচক অনুভূতি এনে দেয়। কিন্তু সবসময় কি এমন করার প্রয়োজন আছে? অনেকে মনে করেন, রাতে ঘুমানোর জন্য আবার তো সেই বিছানাই ব্যবহার করতে হবে, তাহলে গুছিয়ে সময় নষ্ট কেন!
ঠিক এই চিন্তা থেকেই এসেছে "বিছানা না গোছানোর দিন"। প্রতি বছর ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয়।
এই বিশেষ দিনের পেছনের গল্পটিও বেশ মজার। শ্যানন বারবা নামের মাত্র পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী মার্কিন কংগ্রেসে একটি চিঠি লিখে এই দিনটি পালনের প্রস্তাব দেন। তার চিঠিতে সে লেখে, “মাঝেমধ্যে বিছানা গুছাতে গিয়ে আমি খুবই ক্লান্ত হই। যদি এমন একটি দিন থাকত, যেদিন কেউ বিছানা গোছাবে না, তাহলে সেটা খুবই আনন্দের হতো।”
শ্যাননের এই ছোট্ট অনুরোধ এতটাই আলোড়ন তোলে যে, "বিছানা না গোছানোর দিন" বাস্তবে পালিত হতে শুরু করে।
আজকের দিনটি তাই কাজের ব্যস্ততার ফাঁকে একটু বিশ্রামের এবং নিয়মের বাইরে গিয়ে মজা করার দিন। আপনার বিছানা যেমন আছে তেমনই থাকুক, আর আপনি উপভোগ করুন এই আরামদায়ক দিনটি।
তথ্যসূত্র: ডে’জ অব দ্য ইয়ার