তিন মাসের জন্য ছিটকে গেলেন স্টোকস

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ইংল্যান্ডের লাল বলের অধিনায়ক বেন স্টোকস। এতে তিন মাসের জন্য ছিটকে গেছেন তিনি। সোমবার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
স্টোকসের জানুয়ারিতে জানুয়ারিতে অস্ত্রোপচার হবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘অন্তত তিন মাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেছেন বেন স্টোকস। পরীক্ষায় ধরা পড়েছে, তার বাঁ পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। জানুয়ারিতে অস্ত্রোপচার হবে ডারহাম অলরাউন্ডারের পায়ে।’
স্টোকস নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ নিয়ে পোস্ট করেছেন। সেখানে আরও শক্ত হয়ে ফিরে আসার আকুতি ঝরিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক, ‘একটা বাধা পার হওয়া আছে…তাহলে শুরু করা যাক!!! আমার এখনো অনেক কিছু দেওয়ার আছে, নিজের দল ও এই জার্সির জন্য আরও রক্ত, ঘাম ও অশ্রু ঝরানোর আছে। ঠিক এ কারণেই নিজের শরীরে ফিনিক্সের ছবি স্থায়ীভাবে এঁকেছি। মাঠেই দেখা হবে।’