শুক্রবার , ০৪ এপ্রিল ২০২৫
Friday , 04 April 2025
০৫ শাওয়াল ১৪৪৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৫, ২৮ ডিসেম্বর ২০২৪

নাহিদ রানাকে মনে ধরেছে শন টেইটের

নাহিদ রানাকে মনে ধরেছে শন টেইটের
ছবি: সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে গতিময় পেস বোলারদের মধ্যে অন্যতম অজি কিংবদন্তি শন টেইট। এবারের বিপিএলে চিটাগং কিংসের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। প্রথম দিনের অনুশীলন শেষে বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া হয় তার কাছে। 

রানার ব্যাপারে শন টেইট বলেছেন, ‘আমি তাকে টিভিতে দেখেছি পাকিস্তান সিরিজে। এর আগে খুব বেশি জানতাম না। অনেক লম্বা ও শক্তিশালী ছেলে। আমি যেটা বলবো, বাংলাদেশের ক্রিকেটে এটা রোমাঞ্চকর বিষয় বিশেষত পেস বোলিংয়ে। সবসময় তো এমন হয় না, তাই না? পেস বোলিংয়ে এত ডেপথ থাকে না। নাহিদের মতো একজন, যে ১৫০ কি.মি গতিতে বল করে এমন খুব কমই আছে। আমার মনে হয় তার ভালোভাবে যত্ন নেওয়া দরকার। বাংলাদেশের ক্রিকেটের জন্য দুর্দান্ত একজন হবে।’

গতিময় পেসারদের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাঁধা চোট। তাই রানাকেও সতকর্তার সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন এই কোচ, ‘ক্রিকেটে যদি নিজ থেকে অনেক বেশি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে ক্রিকেটার নিজের সম্পর্কে ধারণা পাবে, নিজের শরীর সম্পর্কেও জানবে। বাংলাদেশ ক্রিকেটের সঠিক ব্যক্তিদের সঠিক গাইডেন্সে সে ভালো করবে।’

২০১৩ সালে চট্টগ্রাম কিংসের হয়ে বিপিএলে খেলেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। এরপর গেলো ১১ বছর চট্টগ্রাম কিংস বিপিএলের বাইরে ছিল। এবারের আসর দিয়ে প্রত্যাবর্তন হচ্ছে তাদের। সেই সময়ের খেলোয়াড়কে টেইটকে এবার কোচ করে এনেছে কিংস। দল নিয়ে দারুণ খুশি এই কোচ,  ‘কোনও দিক নিয়েই চিন্তা নেই। সব কোচই তার দলের ব্যাপারে একই কথা বলবে। সবাই বলবে দল ভালো। টি-টোয়েন্টি ক্রিকেট আনপ্রিডেক্টেবল হতে পারে। কিছু দল কাগজ কলমে ভালো, কাউকে হয়তো খারাপ লাগে। কিন্তু সবসময় এভাবে কাজ করে না। আমরা আমাদের সেরাটা করবো। ১২ ম্যাচ, ছয় সপ্তাহ, সত্যি বলতে খেলোয়াড়দের ফ্রেশ রাখা মেন্টালি ও ফিজিক্যালি খুব গুরুত্বপূর্ণ। যদি তিন সপ্তাহের টুর্নামেন্ট হতো, তাহলে ভিন্ন ব্যাপার ছিল। খেলোয়াড়দের মানসিকভাবে ফ্রেশ রাখা হয়তো তাদের জন্য প্রথম প্রায়োরিটি।’
 

সর্বশেষ

জনপ্রিয়