ইউক্রেনের জন্য ব্রিটেনের ২৮৬ মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা

ইউক্রেনের জন্য ২৮৬ মিলিয়ন ডলারের নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাজ্য। এতে ড্রোন, রণতরী এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।
বুধবার কিয়েভ সফর করেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি। তিনি ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভের সঙ্গে আলোচনা করেন। ২০২৫ সালের মধ্যে ইউক্রেনকে আরো সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। এরপরই এই সহায়তা প্যাকেজটি ঘোষণা করা হলো।
জন হিলি বলেন, “রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ সামরিক অভিযান শুরুর তিন বছর পর আজ তার ভুলগুলো স্পষ্ট হয়ে উঠেছে। ইউক্রেনের সাহসী জনগণ তাদের মনোবল ধরে রেখে রুশ আগ্রাসন মোকাবেলা করছে।”
তবে তিনি বলেন, “তারা একা এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। পুতিন যাতে যুদ্ধে জয়ী হতে না পারেন তা নিশ্চিত করতে যুক্তরাজ্য সবসময় কিয়েভের পাশে থাকবে।”
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই প্যাকেজে ছোট ছোট রণতরী, ড্রোন, ক্রুবিহীন সারফেস ভেসেল, বিমান প্রতিরক্ষা সরঞ্জাম এবং কাউন্টার-ড্রোন সিস্টেম অন্তর্ভুক্ত থাকবে।
হিলি জানান, যুক্তরাজ্যের "অপারেশন ইন্টারফ্লেক্স" নামে একটি প্রশিক্ষণ কর্মসূচির অধীনে ইতোমধ্যে ২০২২ সাল থেকে ৫১ হাজার ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।